ওভাল টেস্টে বৃষ্টির বাধা, প্রথম দিনে চাপে ভারত সিরিজ নির্ধারণী টেস্টে উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত মুখোমুখি লড়াই। লন্ডনের ঐতিহাসিক কেনিংটন ওভালে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন বারবার বাগড়া দেয় বৃষ্টি। ফলে দিনের খেলা সীমাবদ্ধ থাকে মাত্র ৬৪ ওভারে। এ সময় ৬ উইকেট হারিয়ে ২০৪ রান করে দিনের খেলা শেষ করে ভারত। এই ম্যাচে জয় করলেই বা ড্র করলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে ইংল্যান্ড। তবে ভারতের সামনে সমতা ফেরাতে একমাত্র পথ ভারতীয় ব্যাটার নায়ার দিনের শেষে অপরাজিত থাকেন ৫২ রানে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাওয়া নায়ার প্রায় ৯ বছর পর টেস্টে ফিফটি তুলে নিয়ে দলের ইনিংস গুছিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সঙ্গী ওয়াশিংটন সুন্দর ১৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। প্রসঙ্গত, ২০১৬ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেই ৩০৩ রানের একটি বিখ্যাত অপরাজিত ইনিংস খেলেছিলেন নায়ার। এরপর অনেক ইনিংস খেললেও আর কোনো হাফসেঞ্চুরি করতে পারেননি। Earlier, ভারতের ব্যাটিংয়ে শাই সুদর্শন ৩৮, অধিনায়ক শুবমান গিল ২১, ধ্রুব জুরেল ১৯ ও লোকেশ রাহুল ১৪ রান করেন। ইংল্যান্ডের কাছে জস টাং ও গাস অ্যাটকিনসন নেন দুটি করে উইকেট। AGN/T